আম মাল্টা লিচুতে ফরমালিন
মৌসুমি
ফলেও ফরমালিন
মেশাতে পিছপা
হচ্ছে না
অসাধু ব্যবসায়ীরা। তরতাজা
আম, মাল্টা,
লিচুতে ফরমালিন
পেয়েছে ভোক্তা
অধিকার সংরক্ষণ
অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার
ঢাকার চারটি
বাজারসহ রংপুর,
মৌলভীবাজার ও দিনাজপুরে বাজার তদারকি
অভিযানে ১৬টি
প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
করা হয়।
ঢাকার
বনশ্রী, রামপুরা,
খিলক্ষেত ও
উত্তরা পশ্চিম
এলাকায় হায়দার
আলী হোটেল,
পিঠাঘর ও
মেডিশপ-১,
দেশি সুপার
শপ এবং
মধুবন মিষ্টান্ন
ভাণ্ডারকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা
হয়।
এ ছাড়া
চাঁপাইনবাবগঞ্জের আমের মেলা,
মতলব ফল
বিতান, সোহাগ
ফ্রুট, ফারুকের
ফলের দোকান
ও কিংস
সুইটসকেও জরিমানা
করা হয়। ভোক্তা
অধিকার সংরক্ষণ
আইন-২০০৯
লঙ্ঘনের দায়ে
জরিমানার পাশাপাশি
ফরমালিন মিশ্রিত
পাঁচ মণ
আম, এক
মণ মাল্টা
ও লিচু
ধ্বংস করা
হয়।
সূত্র
– কালের কন্ঠ।
0 comments:
Post a Comment