সত্য জানি, সত্য মানি এবং সত্যের সাথে থাকি। সকল খবর হোক সত্য ও নিরপেক্ষ।

সত্যকে অস্বীকার কারনে, গত চার দশকে জাতি হিসাবে আমরা মাথা উচুঁ করে দাঁড়াতে পারিনি । স্বাধীনতার প্রায় অধ শতাব্দীতে জাতি তার কাঙ্তিত সাফল্য পায়নি।

মোর নাম এই বলে ক্ষ্যাত হোক – আমি তোমাদেরই লোক

যাদের অক্লান্ত পরিশ্রমে এ জাতি সমৃদ্ধিলাভ করেছে - আমরা তাদের ভুলব না । তোমরা অমর হয়ে থাকবে জাতীর ভাগ্যাকাশে। আমাদের ভালবাসা ও দোয়া রইল।

IT BD SOFT. একটি বিশ্বস্থ আইটি ট্রেনিং সেন্টার

------Pls visit http://itbdsoft.tk ------- কম্পিউটার শিক্ষা প্রসার ও বিকাশে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষা হোক সবার জন্য উম্মুক্ত ও সহজলভ্য।

পযটন হোক – জাতীয় উন্নতির একমাত্র হাতিয়ার।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া। কক্সবাজার, সুন্দরবন, কুয়াকাটা, নীলগিরি সহ হাজারো দৃষ্টি নন্দন অপার সৌন্দার্য ছড়িয়ে আছে এ জমিনে – জানি ও সমৃদ্ধ করি দেশমাতৃকাকে।

IT BD SOFT. একটি বিশ্বস্থ আইটি ট্রেনিং সেন্টার

------Pls visit http://itbdsoft.tk ------- কম্পিউটার শিক্ষা প্রসার ও বিকাশে / এছাড়াও আমরা ডোমিন- হোষ্টিং বিক্রি /আপনার সাইটের ভিজিটর বাড়ানো / সাইটিকে কে গুগল টপে আনতে আমাদের সাহায্য নিন।

Wednesday, December 30, 2015

JSC, PSC, Result 2015

JSC,  PSC, Result 2015

JSC, JDC, PSC, & Ebtedayee রেজাল্ট ‘১৫ পাওয়ার সহজ  উপায়



JSC, PSC, JDC & Ebtedayee  চারটি পাবলিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে।
সকাল সাড়ে ১০টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেয়া হবে
পরে বেলা সাড়ে ১২টার দিকে পিইসি এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দেয়া হবে
বেলা দেড়টার দিকে আসবে জেএসসি মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ হওয়ার কথা জানিয়েছেন
তিনি বলেন, গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেয়ার পর দুই মন্ত্রণালয় আনুষ্ঠানিক ঘোষণা দেবে
চার পরীক্ষা মিলে ফল পাবে মোট প্রায় ৫৬ লাখ পরীক্ষার্থী নভেম্বর জেএসসি জেডিসি পরীক্ষা শুরু হয় পরীক্ষায় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে প্রাথমিক ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয় ২২ নভেম্বর এতে মোট পরীক্ষার্থী ছিল ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন
মোবাইলে SMS এর মাধ্যমে JSC, PSC, JDC & Ebtedayee Result 2015 জানার নিয়মঃ

প্রাথমিক সমাপনী পরীক্ষার রেজাল্টঃ

DPE<space>Thana/Upazila Code Number<space>Roll Number<space>2015
ইবতেদায়ি সমাপনী পরীক্ষার রেজাল্টঃ EBT<space>Thana/Upazila Code Number<space>Roll Number<space>2015

জেএসসি পরীক্ষার রেজাল্টঃ

JSC <space> First 3 letters of board <space> Roll Number <space> 2015

জেডিসি পরীক্ষার রেজাল্টঃ

 JDC <space> MAD <space> Roll Number <space> 2015
এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠিয়ে দিন ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন

অনলাইনে JSC, PSC, JDC & Ebtedayee Result 2015 সংগ্রহের নিয়মঃ


ইন্টারনেটেও বা অনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে (educationboardresults.gov.bd) জেএসসি-জেডিসি এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (www.dpe.gov.bd) টেলিটক মোবাইলের ওয়েবসাইটে (dperesult.teletalk.com.bd) প্রাথমিক ইবতেদায়ি শিক্ষা সমাপনী ফল পাওয়া যাবে।    

Sunday, December 6, 2015

দুই কক্ষ বিশিষ্ট সংসদ করার সুপারিশ

দুই কক্ষ বিশিষ্ট সংসদ করার সুপারিশ

গণতন্ত্র বিষয়ক সেমিনারে বক্তারা

গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সুপারিশ করেছেন রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা। গণতন্ত্র বিষয়ক এক সেমিনারে তাঁরা বলেন, জনসংখ্যা বেশি হওয়ায় নির্বাচনী আসনসংখ্যা বাড়িয়ে ৫০০ করা যেতে পারে। এছাড়া জনগুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট করার সুযোগ রাখা যেতে পারে। 

বক্তারা গণতন্ত্র সুদৃঢ় করতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীন, শক্তিশালী ও নির্দলীয় ভূমিকা নিশ্চিত করতে সরকারকে পদক্ষেপ নেয়ার সুপারিশ করেন।

Thursday, November 26, 2015

২০১৬ সালের ছুটির তালিকা

২০১৬ সালের ছুটির তালিকা 

দেশের সব সরকারি, আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত আধা-স্বায়ত্তশাসিত সংস্থার ২০১৬ সালের ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে ছুটির তালিকা প্রকাশ করা হয় 

সাধারণ ছুটি (পাবলিক হলিডে): শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২১ ফেব্রুয়ারি- দিন; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস, ১৭ মার্চ- দিন; স্বাধীনতা জাতীয় দিবস, ২৬ মার্চ- দিন

বিদেশ থেকে শুল্কমুক্তভাবে কি কি আনা যাবে বা কোন জিনিষে কোন শুল্ক লাগবে

বিদেশ থেকে শুল্কমুক্তভাবে কি কি আনা যাবে 

বা কোন জিনিষে কোন শুল্ক লাগবে

বিদেশ থেকে শুল্কমুক্তভাবে কি আনা যাবে? ৪২" টেলিভিশন এর শুল্ক কত? কতটুকু স্বর্ণালংকার আনা যাবে? কত ডলার, কত ইউরো ঘোষণা ছাড়া আনা যাবে? কতশত প্রশ্ন! এরকম অনেক প্রশ্নের উত্তর দিয়েছে এয়ারপোর্ট কাস্টমস আশা করি, আপনাদের কাজে লাগবে
বিদেশ থেকে ফিরতে কিংবা বিদেশে যেতে কাস্টমস আনুষ্ঠানিকতা একটি সাধারণ আইনানুগ প্রক্রিয়া। 

Sunday, November 8, 2015

হেঁটে স্কুলে যাবে ওরা!


হেঁটে স্কুলে যাবে ওরা!

সরকারের স্কুলে ভর্তিতে কোটা প্রথাকে স্বাগত জানাই

ঢাকা শহরে স্কুলে আসা-যাওয়ার সময় যানজট সমস্যা সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে। একটি শিশুর জন্য একটি গাড়ি ব্যবহার এই যানজট সৃষ্টির অন্যতম  কারণ। স্কুলে হেঁটে যাতায়াতের মাধ্যমে যানজট হ্রাস পাবে। ভালো থাকবে শিশুর স্বাস্থ্য, কমবে পরিবেশ দূষণ এবং যাতায়াত খরচও সাশ্রয় হবে।

হেঁটে স্কুলে যাবে ওরা!
 এজন্য প্রতিটি কমিউনিটিতে সমমানের স্কুল থাকা এবং স্থানীয় স্কুলে শিশুদের পড়ালেখা বাধ্যতামূলক করা প্রয়োজন। যাতে করে অল্প দূরত্বে শিশুরা হেঁটে স্কুলে যেতে পারে। সম্প্রতি সরকার এ বিষয়টি বিবেচনা করে স্থানীয়দের জন্য স্কুলে ৪০ শতাংশ কোটা চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিশুদের অল্প দূরত্বের মধ্যে হেঁটে স্কুলে যাতায়াতের পথকে সুগম করা যায়। পাশাপাশি বর্তমানে অনেক স্কুলেই শিশুরা হেঁটে যাতায়াত করে। তাদের হাঁটার সুবিধার্থে নিরাপদ ও স্বচ্ছন্দময় পরিবেশ তৈরি করা প্রয়োজন।
 
সমপ্রতি রায়ের বাজার বৈশাখী খেলার মাঠে ধানমন্ডি কচিকণ্ঠ হাই স্কুল, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে আয়োজিত ‘নিরাপদ ও স্বচ্ছন্দে হেঁটে স্কুলে যাতায়াতের পরিবেশ সৃষ্টিতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেয়াল অঙ্কন কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী’র সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন মো: হাসান উল হামিদ খান, গভর্নিংবডির চেয়ারম্যান, রায়ের বাজার হাই স্কুল। উদ্বোধন অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রায়ের বাজার থেকে শংকর পর্যন্ত বিভিন্ন দেয়ালে সচেতনতামূলক স্লোগান অঙ্কন করে।
 
দেয়াল অঙ্কন কর্মসূচি পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা বলেন, ঢাকা আরবান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেভেলপমেন্ট স্টাডি প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা শহরে স্কুলে হেঁটে ৩০ শতাংশ যাতায়াত হয়। অভিভাবকদের পছন্দানুযায়ী স্কুলে সন্তানদের পড়ানোর জন্য দূরত্ব বেশি হওয়ার কারণে গাড়ির উপর নির্ভরশীলতা দেখা যায়। এমনকি অনেক সময় সামাজিক মর্যাদা বাড়ানোর ভ্রান্ত ধারণা থেকে অনেকেই অল্প দূরত্বেও সন্তানদের গাড়ি করে আনা-নেয়া করে থাকেন। তবে হাঁটার পরিবেশ উন্নত না হওয়ার কারণেও অনেকেই গাড়ি অথবা রিকশার উপর নির্ভরশীল।
Source রফিকুল ইসলাম (Daily Ittefak)

Friday, November 6, 2015

অনলাইনে প্রয়োজনীয় ফরম

অনলাইনে প্রয়োজনীয় ফরম

সরকারের -সিটিজেন সার্ভিস কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ফরম অনলাইনে যুক্ত
করা হয়েছে ইউএনডিপির সহযোগিতায় প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালিত মাধ্যমে
অনলাইন থেকে সরাসরি এসব ফরম দেখা ডাউনলোড করা যাবে বাংলা ইংরেজি 

ভাষায় দেওয়া ফরমগুলো পিডিএফ এবং ডকুমেন্ট (ওয়ার্ড)
 -দুই ভাবেই পাওয়া যাবে

Sunday, November 1, 2015

STROKE লক্ষন - তাৎক্ষনিক প্রতিকার : S T R


STROKE  লক্ষন - তাৎক্ষনিক প্রতিকার  :  S T R

                    একটু  সচেতন হলে আপনিও কারো জীবন বাঁচাতে পারবেন

STROKE (স্ট্রোক):

  মনে রাখুন শব্দটির প্রথম ৩টি অক্ষরঃ S,  T  এবং  R.

আমরা সবাই- যদি এই ছোট্ট সাধারণ সণাক্তকরণ উপায়টা শিখে ফেলি, তবে হয়তো আমরা স্ট্রোকের ভয়ংকর অভিজ্ঞতা থেকে আমাদের প্রিয়জনদের রক্ষা করতে পারবো

একটি সত্যি গল্পঃ

একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু ঠিক আছে, মেঝের টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন কেউ একজন এম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন নাসবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে তিনি নতুন করে প্লেটে খাবার নিলেন যদিও মনে হচ্ছিলো যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেনঅনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি উপস্থিত থাকলেন পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন করে জানালেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সন্ধ্যা ছয়টার সময় তিনি মারা গেলেনমূল যে ঘটনা ঘটেছিল, তা হলো, তিনি অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক করেছিলেন সেখানে যদি কেউ জানতেন, কিভাবে স্ট্রোক সনাক্ত
করা সম্ভব, তাহলে হয়তো ভদ্রমহিলা আজও বেঁচে থাকতেনসবাই যে মৃত্যুবরণ করে, তা নয় অনেকের ঠাঁই হয় বিছানায়, সাহায্যহীন, ভরসাহীন মূমুর্ষূ অবস্থায় মাত্র তিনটা মিনিট সময় নিয়ে এটা পড়ে ফেলুন
একজন মস্তিষ্কবিশেষজ্ঞ বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেয়া যায়, তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভব শুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায়, এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়

স্ট্রোককে চিনুন...   সহজ তিনটি ধাপঃ - S   T    R...পড়ুন এবং জানুন !

মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ সনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়েআমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ স্ট্রোকের শিকার রোগীর মস্তিষ্কে যখন ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয়জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে
সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার উপায়, সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ

S – Smile রোগীকে হাসতে বলুন

T – Talk রোগীকে আপনার সাথে সাথে একটি বাক্য বলতে বলুন

উদাহরণঃ আজকের দিনটা অনেক সুন্দর

R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন

এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান। এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন (রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে যদি তা ভাঁজ হয়ে থাকেবা অথবা যদি তা বেঁকে যেকোনো একদিকে চলে যায়, সেটাও স্ট্রোকের লক্ষণ তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান
একজন খ্যাতনামা হৃদবিশেষজ্ঞ বলেছেন, যদি আমরা সবাই- এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি, তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো

সুতরাং, আপনি শিখলেন, আপনার বন্ধু প্রিয়জনদেরও শেখান !!!!!


শেয়ার আপনার বন্ধুকেও জানান ...
সূত্র - বিদেশী পত্রিকা হতে।

Tuesday, October 27, 2015

বাঘের সঙ্গে বনও বেড়াতে চলে যাচ্ছে


বাঘের সঙ্গে বনও বেড়াতে চলে যাচ্ছে


এক. কিছু দিন আগে আমাদের বনমন্ত্রী দারুণ একটা কথা বলেছিলেন যে, ‘সুন্দরবনের বাঘরা পশ্চিমবঙ্গে বেড়াতে যাওয়ার কারণে বাঘের সংখ্যা কমে গেছে কিন্তু এবার সত্যি সত্যিই বাঘের সঙ্গে খোদ সুন্দরবনকেও আমরা হারাতে চলেছি কারণ বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনের রামপালে নির্মাণাধীন ভারত-বাংলাদেশ কয়লাভিত্তিক যৌথ বিদ্যুৎকেন্দ্র চালু হলে তা হবে বিশ্বের ইতিহাসে ভয়ঙ্কর একটি পরিবেশধ্বংসী প্রকল্প 

রামপালের এই পরিবেশবিধ্বংসী বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনেস্কো রামসার ভারতের প্রকল্পে যুক্ত থাকার  কারণে নরওয়ে ভারতের এনটিপিসিতে অর্থ জোগান বন্ধ করে দিয়েছে বেশ কিছু আন্তর্জাতিক ব্যাংকও প্রকল্পে টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছে 

বিশ্ব পরিবেশ আন্তর্জাতিক সংস্থাগুলো এর জোর প্রতিবাদ নিন্দা করলেও দেশের ভিতর সুন্দরবনকে রক্ষার সব দায়িত্ব আমরা যেন আনু মুহাম্মদদের স্কন্ধে চাপিয়ে দিয়েই নিশ্চিন্তে ঘরে বসে আছি তারা সুন্দরবন রক্ষার জন্য একের পর এক রোডমার্চ করে যাচ্ছেন আবার পুলিশ এসে সমানে পেটাচ্ছে তাদের সুযোগে দেশি লুটেরারাও সুন্দরবনের জমি দখলের মহোৎসবে ব্যস্ত ভারত ব্যস্ত সুন্দরবনকে ঘিরে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজে সরকার ব্যস্ত ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখার স্বার্থে সরকারের যেন পরিবেশের সঙ্গে সুসম্পর্ক রাখার কোনো প্রয়োজনই নেই! আমাদের প্রধানমন্ত্রী পরিবেশের পুরস্কার হাতে নিয়ে সুন্দরবনের বিপর্যয় দেখছেন কীভাবে?


দুই. বিশ্বের কোথাও সংরক্ষিত বনভূমি বসতির ১৫ থেকে ২৫ কিলোমিটারের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমোদন দেওয়া হয় না অথচ ভারতীয় কোম্পানি আমাদের সুন্দরবনের -১৪ কিলোমিটারের মধ্যেই এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে আর বাফার জোন বিবেচনা করলে তো দূরত্ব মাত্র চার কিলোমিটারের মধ্যে অপরদিকে ভারতের নিজেদের বনভূমি পরিবেশ সংরক্ষণে রয়েছে শক্ত আইনকানুন ভারতেরবন্যপ্রাণ সংরক্ষণ আইন ১৯৭২’, পরিবেশের গাইডলাইন ম্যানুয়াল ২০১০ এবংতাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন সংক্রান্ত গাইডলাইন ১৯৮৭অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের ২৫ কিলোমিটারের মধ্যে কোনো কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা যায় না কারণে ভারতের তিনটি রাজ্যে গত কয়েক বছরে তিনটি বিদ্যুৎকেন্দ্রকে বাতিল করে দেওয়া হয়েছে আর ভারতীয় কোম্পানি কোথাও এটা করতে না পেরে বাংলাদেশের সুন্দরবনকে বেছে নিয়েছে ভারতের অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে প্রকল্পের কাছেই সে দেশের হাইকমিশনারকে বলতে শোনা যায়, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র হবে পরিবেশবান্ধব অথচ গত ১৩ মার্চ ভারতের গ্রিন ট্রাইব্যুনাল কর্ণাটক রাজ্যে এনটিপিসির প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রের ছাড়পত্র স্থগিত করে দিয়েছে ভারতীয় কোম্পানির এসব গুরুতর জালিয়াতির কথা জেনেও বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভারতের সঙ্গে যৌথ বিনিয়োগের বিতর্কিত প্রকল্পটিকেঅগ্রাধিকারপ্রকল্প হিসেবে ঘোষণা দিয়েছে আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, এর মধ্যে আমাদের মন্ত্রিসভা সুন্দরবনের রামপালে আরও একটি বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়ে দিয়েছে


তিন. জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কো যেখানে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ বলে স্বীকৃতি দিয়েছে, সেখানে ভারত-বাংলাদেশের যৌথ বিদ্যুৎকেন্দ্র শুধু আন্তর্জাতিক পরিবেশ আইনকেই লঙ্ঘন করেনি, বরং গোটা বিশ্ব মানবসত্তার ১৯৪৮ সালের সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রের প্রতিও চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ ঘটেছে তাছাড়া প্রকল্পটি ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় চুক্তিরও ভয়াবহ লঙ্ঘন কেননা দুই দেশের মধ্যে সুন্দরবন এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষার চুক্তি এখনো বিদ্যমান রয়েছে অথচ সুন্দরবনের বুক চিরে দশটি খাল ভরাট করে এবং প্রায় দুই হাজার একর কৃষিজমি ধ্বংস করে প্রাণঘাতী বিদ্যুৎকেন্দ্রের কাজ চলছে প্রকল্পে আট হাজার পরিবার উচ্ছেদ হয়ে সম্পূর্ণ উদ্বাস্তুতে পরিণত হবে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবন থেকে কমপক্ষে ২০ কিলোমিটার দূরে ধরনের প্রকল্প নির্মাণ করতে হবে ভারত তার নিজ ভূমিতে মধ্যপ্রদেশ, কর্ণাটক তামিলনাড়ুতে ধরনের বিদ্যুৎ প্রকল্পকে নিজ দেশের পরিবেশ রক্ষার স্বার্থে বাতিল করলেও বাংলাদেশের সুন্দরবন রক্ষায় তাদের কোনো মাথাব্যথা নেই ভারতের পরিবেশ মন্ত্রণালয় মধ্যপ্রদেশে বিদ্যুৎকেন্দ্রের প্রস্তাবিত স্থানকে কৃষিজমির জন্য বিপজ্জনক বিধায় পুরো প্রকল্পটিই বাতিল করে দিয়েছে তারা নর্মদা নদী থেকে প্রকল্পের জন্য ৩২ কিউসেক পানি উত্তোলনকে অবৈধ বলে ঘোষণা করেছে আর এদিকে তারা আমাদের সবক দিয়ে বলছে রামপাল হবে পরিবেশবান্ধব অথচ প্রকল্পের প্রায় আট বিলিয়ন গ্যালন পানির পুরোটাই নেওয়া হবে আমাদের পশুর নদী থেকে আমাদের পশুর নদী মিঠা নোনা পানির ভারসাম্য বজায় রেখে সুন্দরবনকে বঁক্ষাঁচিয়ে রেখেছে রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে পশুর নদী থেকে প্রতি ঘণ্টায় ৯১৫০ ঘনমিটার করে পানি প্রত্যাহার করতে হবে এসব জেনেও ভারতীয়দের আর্থিকভাবে অধিক লাভবানের অন্যায় আবদারকে আমরা কেন নির্দ্বিধায় মাথা পেতে নিচ্ছি তা কেবল আমাদের সরকারই জানে!

চার. রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে যে শুধু সুন্দরবনের পরিবেশ-প্রতিবেশের ভারসাম্য ধ্বংস হবে তা নয় এতে করে জীববৈচিত্র্য, কৃষিজমি, বনভূমি, জলাশয় এবং বন্যপ্রাণী ধ্বংসসহ বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত বিষাক্ত বর্জ্য রাসায়নিকে ভয়াবহ বিপর্যস্ত হবে গোটা অঞ্চল ভস্মীভূত কয়লার ছাই আর উৎপন্ন গ্যাসের কারণে বায়ু পানিদূষণে প্রকল্প অঞ্চলের আশপাশে এসিড বৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা বিশেষজ্ঞদের অথচ আমরা কেন ভুলে যাই যে, ভারত বাংলাদেশের সুসম্পর্কের চেয়ে বাঁচার জন্য পরিবেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখাটাই বেশি প্রয়োজন যেখানে প্রকল্পের ১৫% অর্থায়ন করবে পিডিবি, ১৫% ভারতীয় পক্ষ, আর বাকি ৭০% ঋণ নেওয়া হবে অথচ লাভের বেলায় ভারত নিয়ে যাবে ৫০% হারে, তাও আবার বিনা শুল্কে, কোনো ট্যাক্স খাজনা না দিয়ে অথচ ১৫% টাকা আমাদের প্রবাসীরা অনায়াসে মাত্র দুই দিনেই তহবিলে জমা দিতে পারে

পাঁচ. পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন সারা জীবন সিডর-আইলার মতো প্রাকৃতিক দুর্যোগে নিজেকে ক্ষতবিক্ষত করে মোকাবিলা করে আসছে আর আজ আমরা নিজেরাই সুন্দরবনকে ক্ষতবিক্ষত করতে কার্পণ্য করছি না, বন্ধুত্ব রক্ষার স্বার্থে! বৈশ্বিক ঊষ্ণতায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্র বাংলাদেশ আজ যে আত্মঘাতী কাজে হাত দিয়েছে তাতে ভবিষ্যতে আইলা-সিডরের মতো বিপর্যয়ে লাখ লাখ মানুষ প্রাণ হারাবে নিঃসন্দেহে যেখানে গবেষণা প্রতিবেদন অনুযায়ী, প্রতিবছর ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে ৮৫ লাখ টন কার্বন-ডাই-অক্সাইড নির্গত হবে, সেখানে কী করে ছাড়পত্র দিতে পারে আমাদের পরিবেশ অধিদফতর? পিডিবি নাকি প্রয়োজনে আরেকটি সুন্দরবন তৈরি করে দিতে পারবে বলে আশ্বস্ত করেছে পরিবেশ অধিদফতরকে! কার স্বার্থে এসব যুক্তি, কার স্বার্থে এসব তর্ক? কাকে খুশি করতে এসব উদ্ভট প্রতিবেদন আর ছাড়পত্র দিচ্ছি আমরা? অবিবেচকের মতো কেন কাজ করছি আমরা? সুন্দরবন ধ্বংস হলে আর বৃক্ষ না থাকলে মরুর শূন্যতায় পড়বে দেশ খুব শিগগিরই হয়তো আমরা চলে যাব সমুদ্রতলে তাই দেশে যদি সম্পূর্ণ ফ্রি বিদ্যুতের ব্যবস্থাও করা হয়, তবুও তা সুন্দরবনকে ধ্বংস করে নয়

ছয়. রামপালের বিদ্যুৎ প্রকল্পের কারণে বাংলাদেশকে এক মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হচ্ছে অথচ আমাদের রাজনৈতিক দল, মিডিয়া সুশীল সমাজ ব্যাপারে একেবারেই নিশ্চুপ সম্প্রতি নেপালের ভারতবিরোধী অবস্থানের সংবাদগুলো যেমন আমাদের মিডিয়ার আলোচনায় অনুপস্থিত, ঠিক তেমনি সুন্দরবনের ধ্বংসের খবরগুলোও আজ আমাদের কাছে সমান অনুপস্থিত কিন্তু আমাদের প্রতিবাদ তো ভারত বা অন্য কোনো রাষ্ট্রের বিপক্ষে নয় এটা জাতীয় স্বার্থের সঙ্গে নিবিড়ভাবে জড়িত অতি গুরুত্বপূর্র্ণ জাতীয় একটি ইস্যু অথচ ভারত-বিরোধিতার ধুয়া তুলে জাতীয় স্বার্থকে প্রতিহত করে দমননীতি চালানো কোথাকার দেশপ্রেমের পরিচায়ক? সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হচ্ছে, সুন্দরবনকে বাঁচানোর জন্য আমাদের কারও কোনো রাজনীতির অঙ্গীকার তো দূরে থাক, বরং জাতীয় ঐক্য সংহতির মারাত্মক এক বিপর্যয় ঘটে গেছে জাতীয় জীবনে সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র স্থাপন কেন অবৈধ নয় মর্মে গত বছর সরকারের বিরুদ্ধে রুল জারি করেছিলেন আমাদের হাইকোর্ট অথচ এতদিন পরেও উচ্চ আদালত পর্যন্ত কেন সুন্দরবনকে আর বাঁচাতে পারছে না? সুন্দরবন নিজে কথা বলতে পারে না তাই বলে কি সুন্দরবনের মতো আমরাও বোবা হয়ে গেছি? বিদ্যুৎকেন্দ্র আরেকটা করা যাবে, কিন্তু সুন্দরবন তো আরেকটা করা যাবে না  বনমন্ত্রী হয়তো অর্ধেকটা কথাই বলেছেন যে, সুন্দরবনের বাঘরা পশ্চিমবঙ্গে বেড়াতে যাওয়ার কারণে বাঘের সংখ্যা কমে গেছে  কিন্তু এবার বাঘের সঙ্গে সঙ্গে সুন্দরবনও যেন ভিনদেশে বেড়াতে চলে গেছে, বাকি অর্ধেকটা পূরণ করে দিচ্ছে  তবে বাঘ ফিরে এলেও সুন্দরবনের ফিরে আসার কিন্তু কোনো সম্ভাবনা নেই
সূত্র – বাংলাদেশ প্রতিদিন , লেখক :  ডক্টর তুহিন মালিক, আইনজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ

-মেইল : drtuhinmalik@hotmail.com