JSC, PSC, Result 2015
JSC, JDC, PSC, & Ebtedayee রেজাল্ট ‘১৫ পাওয়ার সহজ উপায়
JSC, PSC, JDC & Ebtedayee চারটি
পাবলিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে।
সকাল সাড়ে ১০টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে
ফলাফলের সার-সংক্ষেপ তুলে
দেয়া হবে।
পরে
বেলা সাড়ে ১২টার দিকে
পিইসি এবং ইবতেদায়ি শিক্ষা
সমাপনী পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা
দেয়া হবে।
বেলা দেড়টার দিকে আসবে
জেএসসি ও মাদ্রাসার জুনিয়র
দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা।
শিক্ষামন্ত্রী
নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার
নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে
আলাপকালে পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি
শেষ হওয়ার কথা জানিয়েছেন।
তিনি বলেন, গণভবনে প্রধানমন্ত্রীর
হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে
দেয়ার পর দুই মন্ত্রণালয়
আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
চার পরীক্ষা মিলে ফল পাবে
মোট প্রায় ৫৬ লাখ
পরীক্ষার্থী। ১
নভেম্বর জেএসসি ও জেডিসি
পরীক্ষা শুরু হয়।
পরীক্ষায় ২৩ লাখ ২৫
হাজার ৯৩৩ জন পরীক্ষার্থী
অংশগ্রহণ করে। প্রাথমিক
ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা
শুরু হয় ২২ নভেম্বর। এতে
মোট পরীক্ষার্থী ছিল ৩২ লাখ
৫৪ হাজার ৫১৪ জন।
মোবাইলে
SMS এর মাধ্যমে JSC, PSC, JDC &
Ebtedayee Result 2015 জানার
নিয়মঃ
প্রাথমিক সমাপনী পরীক্ষার রেজাল্টঃ
DPE<space>Thana/Upazila Code Number<space>Roll
Number<space>2015
ইবতেদায়ি
সমাপনী পরীক্ষার রেজাল্টঃ
EBT<space>Thana/Upazila Code Number<space>Roll
Number<space>2015
জেএসসি পরীক্ষার রেজাল্টঃ
JSC <space> First 3 letters of board <space>
Roll Number <space> 2015
জেডিসি
পরীক্ষার রেজাল্টঃ
JDC <space> MAD
<space> Roll Number <space> 2015
এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠিয়ে দিন।
ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন।
0 comments:
Post a Comment