সত্য জানি, সত্য মানি এবং সত্যের সাথে থাকি। সকল খবর হোক সত্য ও নিরপেক্ষ।

সত্যকে অস্বীকার কারনে, গত চার দশকে জাতি হিসাবে আমরা মাথা উচুঁ করে দাঁড়াতে পারিনি । স্বাধীনতার প্রায় অধ শতাব্দীতে জাতি তার কাঙ্তিত সাফল্য পায়নি।

মোর নাম এই বলে ক্ষ্যাত হোক – আমি তোমাদেরই লোক

যাদের অক্লান্ত পরিশ্রমে এ জাতি সমৃদ্ধিলাভ করেছে - আমরা তাদের ভুলব না । তোমরা অমর হয়ে থাকবে জাতীর ভাগ্যাকাশে। আমাদের ভালবাসা ও দোয়া রইল।

IT BD SOFT. একটি বিশ্বস্থ আইটি ট্রেনিং সেন্টার

------Pls visit http://itbdsoft.tk ------- কম্পিউটার শিক্ষা প্রসার ও বিকাশে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষা হোক সবার জন্য উম্মুক্ত ও সহজলভ্য।

পযটন হোক – জাতীয় উন্নতির একমাত্র হাতিয়ার।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া। কক্সবাজার, সুন্দরবন, কুয়াকাটা, নীলগিরি সহ হাজারো দৃষ্টি নন্দন অপার সৌন্দার্য ছড়িয়ে আছে এ জমিনে – জানি ও সমৃদ্ধ করি দেশমাতৃকাকে।

IT BD SOFT. একটি বিশ্বস্থ আইটি ট্রেনিং সেন্টার

------Pls visit http://itbdsoft.tk ------- কম্পিউটার শিক্ষা প্রসার ও বিকাশে / এছাড়াও আমরা ডোমিন- হোষ্টিং বিক্রি /আপনার সাইটের ভিজিটর বাড়ানো / সাইটিকে কে গুগল টপে আনতে আমাদের সাহায্য নিন।

Monday, March 30, 2015

নিঃশ্বাসেরদুর্গন্ধ দূর করুন

নিঃশ্বাসেরদুর্গন্ধ দূর করুন - এক ঝটকায় 

মুখে দুর্গন্ধ নিয়ে অনেককেই হরহামেশা বিড়ম্বনায় পড়তে হয় চলন্ত বাসে পাশের সিটে বসা মুখরা কেউ শুনিয়েও দিতে পারেন দু'টো বেশি কথাদাত তো ঠিকই ব্রাশ করছেনকিন্তু দুর্গন্ধ তো যাচ্ছে নাএমন পরিস্থিতিতে আপনি কী করবেননানান রকম খাবারের কারণে অথবাব্যকটেরিয়ার প্রভাবে মুখে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে যাদের হজমে সমস্যা আছে তাদের মুখে দুর্গন্ধ হয় তুলনামূলক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা থাকলেওবাড়ে মুখের দুর্গন্ধ তবে মুখে দুর্গন্ধ সৃষ্টি হলে সহজেই তা দূর করার কিছু উপায় আছে কিছু বিশেষ খাবার আছে যেগুলো নিমিষেই মুখের দুর্গন্ধ দূরকরে দেয় আসুন জেনে নেয়া যাক মুখের দুর্গন্ধ দূর করে এমন কিছু খাবার সম্পর্কে

পানি:    মুখে দুর্গন্ধ হলে পানি খেয়ে নিন খুব সহজেই মুখের দুর্গন্ধ দূর করা যায় পানি পান করে প্রথমে মুখে কিছু পানি নিন এরপর সেটাভালো করে কুলি করে ফেলে দিন এরপর এক গ্লাস পানি খেয়ে ফেলুন মুখের দুর্গন্ধ কমে যাবে
লবঙ্গ:    আপনার মুখে যদি দুর্গন্ধ হয়ে থাকে তাহলে সঙ্গে সব সময় লবঙ্গ রাখুন যখনই মনে হবে মুখ থেকে দূর্গন্ধ বের হচ্ছে তখনই মুখে একটিলবঙ্গ রেখে দিন কিছুক্ষণের মধ্যেই মুখের বাজে গন্ধ চলে যাবে
এলাচ  এলাচ মুখের দুর্গন্ধ দূর করতে সহায়ক আপনার পকেটে সবসময় কয়েকটি এলাচ রাখুন মুখে দূর্গন্ধ হয়েছে মনে হলেই এলাচ দানাচুষতে থাকুন কিছুক্ষণের মধ্যেই মুখের দূর্গন্ধ চলে যাবে
লেবু/কমলালেবু কিংবা কমলাতে প্রচুর ভিটামিন সি আছে ভিটামিন সি মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যকটেরিয়াকে ধ্বংস করে দেয় ফলে মুখেরদুর্গন্ধ দূর হয়ে যায় পুরোপুরি তাই মুখে দুর্গন্ধ অনুভূত হলেই লেবু কিংবা কমলা খেয়ে নিন নিয়মিত অন্তত একটি কমলা খেয়ে মুখের দুর্গন্ধকেচিরতরে বিদায়ও দিতে পারবেন
আপেল: আমরা যখন আপেল খাই তখন মুখে প্রচুর স্যালাইভা উৎপন্ন হয় ফলে আপেল খেলে মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যকটেরিয়া লালার সঙ্গেপরিষ্কার হয়ে যায় এবং মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়

চুইংগাম:  দোকানে নানান ফ্লেভারের চুইংগাম পাওয়াযায় চুইংগাম চিবিয়ে নিলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়কিছুক্ষণের মধ্যেই চুইংগাম চাবানোর সময় মুখে প্রচুরপরিমানে স্যালাইভা উৎপন্ন হয় ফলে মুখে জমে থাকাব্যকটেরিয়া পরিষ্কার হয়ে যায় তবে চিনিযুক্ত চুইংগামএর বদলে চিনিমুক্ত চুইংগাম খাওয়া ভালো

সবুজ চাসবুজ চায়ে প্রচুর ফ্ল্যাবনয়েড আছে ফ্ল্যাবনয়েড মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যকটেরিয়াকে আটকে থাকতে দেয় না এবং ধ্বংস করে ফেলেফলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়

সূত্র – বাংলাদেশ প্রতিদিন

Friday, March 27, 2015

সব সম্পদ দান করলেন অ্যাপেলের নির্বাহী কুক

সব সম্পদ দান করলেন অ্যাপেলের নির্বাহী কুক 
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকমানবকল্যাণে অবদান রাখার জন্য মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের পদাঙ্ক অনুসরণ করছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। দাতব্য কাজে নিজের সব সম্পদ দান করার পরিকল্পনা করেছেন তিনি। কুক বলেছেন, আমার ১০ বছর বয়সী ভাইপোর পড়াশোনার খরচ বাদে বাকি সব সম্পদ দাতব্য কাজে ব্যয় হবে। গতকাল ২৬ মার্চ ফরচুন সাময়িকীতে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। 
টিম কুক বলেন, ‘আপনি জলাশয়ের সেই নুড়ি হতে চাইবেন, যা পরিবর্তনের জন্য তরঙ্গ সৃষ্টি করতে পারে।’ 
দাতব্য কাজে সম্পদ দান করার পরিকল্পনার কথা জানিয়ে কুক কোটিপতি প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের তালিকায় পড়ে গেলেন। মানবহিতৈষী হিসেবে এই তালিকার মধ্যে সবচেয়ে পরিচিত হচ্ছেন বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস। গেটস দম্পতি তিন হাজার ২০ কোটি মার্কিন ডলার বা তাঁদের মোট সম্পদের ৩৭ শতাংশ দান করেছেন। 
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ১৫০ কোটি মার্কিন ডলার বা সম্পদের চার শতাংশ দাতব্য কাজে ব্যয় করেছেন। মানবহিতৈষী দাতা হিসেবে এই তালিকায় আরও আছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন, ইবের প্রতিষ্ঠাতা পিয়েরি ওমিডায়ার, ইনটেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর প্রমুখ। 
কুককে বিত্তশালী ব্যক্তি বলা হলেও তিনি বিলিওনিয়ারদের তালিকার মধ্যে পড়েন না। অ্যাপলে তাঁর মূল বার্ষিক বেতন হচ্ছে সাড়ে ১৭ লাখ মার্কিন ডলার। তাঁর মূল সম্পদের পরিমাণ হচ্ছে ১২ কোটি মার্কিন ডলার। 
দাতা হিসেবে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। দাতব্য কাজে ব্যয় করার দিক থেকে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের চেয়ে তিনি এগিয়ে রয়েছেন। জবস প্রকাশ্যে দান করা পছন্দ করতেন না। কিন্তু কুক কর্মীদের অ্যাপল পণ্যে বিশেষ ছাড়, প্রতিষ্ঠানের মধ্যে দাতব্য কর্মসূচি গ্রহণের মতো সিদ্ধান্ত নিয়েছেন। স্ট্যানফোর্ড হাসপাতাল ও রোগ প্রতিরোধমূলক দাতব্য প্রতিষ্ঠান রেডকে ২০১২ সালে অর্থ সাহায্য করেছিলেন কুক। 
স্টিভ জবস যখন অ্যাপলের প্রধান নির্বাহী ছিলেন, তখন থেকে তাঁর খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টিম কুক। স্টিভ জবস ক্যানসারে আক্রান্ত হলে যখন যকৃত প্রতিস্থাপন করার প্রয়োজন দেখা দেয়, তখন নিজের যকৃতের অংশ বিশেষ দান করতে চেয়েছিলেন টিম কুক।
সূত্র - দৈনিক প্রথম আলো।

Monday, March 23, 2015

উজ্জ্বল ত্বকের জন্য প্রাকৃতিক উপাদান

উজ্জ্বল ত্বকের জন্য প্রাকৃতিক উপাদান


যেসব প্যাকেটজাত সৌন্দর্য সামগ্রী আমাদের উজ্জ্বল ত্বকের নিশ্চয়তা দেয় আমরা  অনেকেই তা একবার করে আমাদের মুখে পরীক্ষা করে দেখে থাকি এই করতে গিয়ে আমাদের মুখের ত্বকের বারোটা বাজে আমরা প্রায়ই ভুলে যাই উজ্জ্বল ত্বক আসলে সুস্থ ত্বকেরই বাইরের রূপ দীর্ঘস্থায়ী উজ্জ্বল ত্বকের নিশ্চয়তা কেবল সুস্থ ত্বকই দিতে পারে, বাইরের ত্বক নয় বাজারে চালু ত্বক ফর্সা করা ক্রিমগুলি আমাদের ত্বকের বাইরের অংশে কাজ করে
cute lady , fairness
এগুলির রাসায়নিক উপাদান শেষ পর্যন্ত ত্বকের ক্ষতিই করে রূপচর্চার জন্যে আমাদের হাতে যখন  হার্বাল বা ভেষজ উপাদানের মত বিকল্প ব্যবস্থা রয়েছে তখন কেন এসব রাসায়নিকের ব্যবহার! হার্বাল রূপচর্চার জন্য যা যা প্রয়োজন সব রয়েছে আপনার হাতের নাগালে আপনার রান্নাঘরেই এই জিনিসগুলি ব্যবহার করে আপনি পাবেন দীর্ঘস্থায়ী ভালো ত্বকের নিশ্চয়তা খুব সহজে তৈরি করতে পারবেন এমন ১৫টি টিপস এখানে দেওয়া হচ্ছে

. আঙুর

অনেক ক্ষেত্রেই ত্বকের স্বাভাবিকতা কমে গিয়ে ত্বকের ফর্সা ভাব উজ্জলতা কালচে হতে থাকে বাহ্যিক ময়লা আবরণের স্তর এবং সূর্য রশ্মি দ্বারা ত্বকে কালচে ভাবের সৃষ্টি হয় এক্ষেত্রে ত্বক ফর্সা করতে আঙুরের রস দারুণ উপকারি কয়েকটি আঙুর নিয়ে মুখে আলতোভাবে ঘষুন আঙুর বেটে ফেসপ্যাক তৈরি করেও মুখে লাগাতে পারেন

. শসার রস, গ্লিসারিন গোলাপ জল

সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বক পুড়িয়ে ফেলে শসার রস, গ্লিসারিন গোলাপ জলের মিশ্রণ রোদে পোড়া ত্বকের জন্যে উপকারি রোদে যাওয়ার আগে এবং বাসায় ফিরে এগুলি একসঙ্গে মিশিয়ে লাগালে ত্বক উজ্জ্বল থাকবে

. চন্দন, হলুদ দুধ

বয়সের ছাপ, বিষণ্নতা, অযত্ন, ত্বকে স্বাভাবিক আলো বাতাসের অভাবে, ত্বকের সতেজতা হ্রাস পায় চন্দন গুড়ার সঙ্গে সামান্য হলুদ গুড়া দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন পেস্টটি মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন ত্বক সতেজ আর সুন্দর করতে এই মিশ্রণটি বেশ কার্যকর

. মধু দুধের সর

দুধের সরের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগালে ত্বক হবে নরম আর উজ্জ্বল এই মিশ্রণটি আপনাকে ত্বক নিয়ে অনেকটাই নিরুদ্বেগ রাখবে

. দুধ,লবণ লেবুর রস

প্রাত্যহিক কাজ কর্মের বিভিন্ন সময় ত্বকের ভাজে ভাজে ধূলাবালি ময়লা লেগে বাহ্যিক ময়লা আবরণের স্তর লোমকূপের মাধ্যমে টিস্যু কোষে জমা হয় ফলে ত্বকে অক্সিজেন প্রবেশ করেত পারে না দুধের মধ্যে এক চিমটি লবণ আর লেবুর রস মেশান এই মিশ্রণটি আপনার ত্বকের লোমকূপ পরিষ্কার রাখতে সাহায্য করবে

. টমেটোর রস

বাহ্যিক ধূলাবালি, ময়লা, সূর্যের তাপ অবেহলার কারণে ত্বকের স্বাভাবিক মসৃণ ভাব কমে ত্বক রূক্ষ হয়ে যায় ত্বক নরম করতে টমেটোর রস খুবই কার্যকরী টমেটোর রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিয়মিত ত্বকে লাগালে ভালো ফল পাবেন

. হলুদ গুড়া, গম তিল

অনেকের ত্বকের বিভিন্ন স্থানে অবাঞ্চিত বা অনাকাঙ্খিত লোম থাকে যা মুখের স্বাবাবিত সৌন্দর্য নষ্ট করে হলুদের গুড়া,গমের ময়দা তিলের তেল একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে মাখুন এই মিশ্রণটি আপনার ত্বককে অনাকাঙ্ক্ষিত লোমের হাত থেকে দূরে রাখবে

. বাঁধাকপির রস মধু

একটা সময় সবারই বয়স বাড়তে থাকে, এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বিভিন্ন বলিরেখার সৃষ্টি হয় বাঁধাকপির রস মধু একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান বলিরেখা দূর করতে এই মিশ্রণ খুব উপকারী

. গাজর

ত্বকে অক্সিজেন এর অভাব হলে উজ্জ্বলতা হ্রাস পায় ত্বকে ময়লা জমলে অক্সিজেন প্রবেশ করতে পারে না গাজরের রস মুখে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা গাজরের রস নিয়মিত মুখে লাগালে ত্বক সতেজ থাকবে এবং উজ্জ্বলতা বাড়বে

১০. মধু দারুচিনি

খাদ্যভ্যাস, ময়লা-ধূলাবালি, দুশ্চিন্তা, মানুষিক চাপ, নিদ্রাহীনতা, ধূমপান, মাদক এবং অতিরিক্ত ঘুমের অষুধ সেবনে মুখে ব্রণ হয় তিন ভাগ মধু এক ভাগ দারুচিনির গুড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন পেস্টটি ব্রণের উপর লাগান সারারাত রেখে পরদিন ধুয়ে ফেলুন এই পেস্টটি আপনার ব্রণ ব্রণের দাগ দূর করবে

১১. বাদাম লেবুর রস

শহরের যান্ত্রিক পরিবেশে পর্যাপ্ত পরিমান প্রাকৃতিক বাতাস এর অভাব রয়েছে এর ফলে ব্রন ব্ল্যাকহেড এর সৃষ্টি হয় বাদামের তেল লেবুর রস মিশিয়ে মুখে লাগান এই মিশ্রণটি ব্রণ ব্ল্যাকহেড দূর করবে আর ত্বককে রাখবে সতেজ সুন্দর

১২. আ্যলোভেরার রস

ত্বকে পর্যাপ্ত পরিমান পানির অভাবে ত্বকের সজীবতা হ্রাস পায় ত্বক সুস্থ স্বাভাবিক রাখতে পানি আবশ্যক আ্যলোভেরার রস মুখে লাগালে ত্বকের দাগ দূর হয় আ্যলোভেরার রস ত্বকের পানিস্বল্পতা দূর করে লাবণ্য ফিরিয়ে আনে

১৩. ঘি গ্লিসারিন

অনেকেই শরীরের বিভিন্ন স্থানের ত্বকের মসৃণতা বজায় রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকেন কিন্তু বাজারের ক্যামিক্যাল যুক্ত এবং বানিজ্যিকভাবে বিক্রিত প্যাকেট জাত  দ্রব্য অনেক ক্ষেত্রে বিপরীত প্রভাব ফেলে ঘি গ্লিসারিনের মিশ্রণ খুব ভালো ময়েশ্চারাইজার রাসায়নিক ময়েশ্চারাইজারের বদলে এটি ব্যবহার করে দেখুন তফাত নিজেই টের পাবেন

১৪. মুলতানি মাটি, নিমপাতা, তুলসিপাতা, গোলাপ পাঁপড়ি এবং গোলাপ জল

মুলতানি মাটি, গোলাপের পাঁপড়ি, নিম পাতার গুঁড়া, তুলসি পাতার গুঁড়া সামান্য গোলাপ জল বা লেবু পাননির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন এটি নিয়মিত ব্যবহার করলে ত্বক সুস্থ উজ্জ্বল থাকবে

১৫. অ্যাপ্রিকট দই

দৈনন্দিন জীবনে বিভিন্ন অনিয়ম ত্বকের কোষে পানিশূন্যতা হলে ত্বক শুষ্ক হয়ে যায় অ্যাপ্রিকট এবং দই মিশিয়ে পেস্ট তৈরি করুন এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বক সতেজ রাখে যদি আপনার ত্বক শুষ্ক হয় তাহলে এর সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগান

সূত্র: আমাদের সময় 

Sunday, March 15, 2015

শেষ আটে লড়বে যারা ঃ জেনে রাখুন ভেনু সময় দল

ক্রিকেট ওয়াল্ড কাপ 2015   

শেষ আটে লড়বে যারা ঃ জেনে রাখুন ভেনু সময় দল


word cup 2015, logo cricket 2015

শেষ আট থেকে সেমিফািইনালে যাবার লড়াইয়ে - বাংলাদেশের জন্য অসংখ্য শুভকামনা রইল।


তারিখ            ভেনু                                    বিডি সময়                দল
১৮ মার্চ `১৫:       সিডনির ক্রিকেট গ্রাউন্ড        সকাল টা ৩০ মিনিট    দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা
১৯ মার্চ `১৫:       মেলবোর্নে                             সকাল টা ৩০ মিনিট     বাংলাদেশ ও ভারত  
২০ মার্চ `১৫:        এডিলেড ওভাল       সকাল টা ৩০ মিনিট      অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান

২১ মার্চ `১৫:        ওয়েলিংটন          সকাল টা                           নিউ জিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ

Monday, February 9, 2015

বাংলাদেশ থেকে মাসে ১০ হাজার কর্মী সৌদি আরব যাবে

বাংলাদেশ থেকে মাসে ১০ হাজার কর্মী সৌদি আরব যাবে

 করুন
বাংলাদেশ থেকে প্রতি মাসে ১০ হাজার শ্রমিক সৌদি আরবে কাজের সুযোগ পাবে।
বাংলাদেশ ও সৌদি আরব সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এসব কর্মীদের সৌদি আরব যাওয়ার সব খরচ বহন করবে সংশ্লিষ্ট কোম্পানি।
সৌদি আরব সরকারের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান শ্রমিক প্রতি ব্যয় হবে সর্বোচ্চ বিশ হাজার টাকা।
বাংলাদেশ থেকে সৌদি আরবে শ্রমিক নেয়া প্রায় ছয় বছর বন্ধ থাকার পর গত মাসেই সেদেশের সরকার বাংলাদেশী শ্রমিক নেয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
এর পর জনশক্তি রপ্তানি প্রক্রিয়া চূড়ান্ত করতে সৌদি আরবের একটি সরকারি প্রতিনিধি দল দেশটির শ্রম মন্ত্রণালয়ের একজন উপমন্ত্রীর নেতৃত্বে গতকাল ঢাকায় আসে।
সচিবালয়ে সৌদি আরবের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর প্রবাসী কল্যাণ মন্ত্রী সাংবাদিকদের জানান মূলত সরকারি ব্যবস্থাপনাতেই কর্মীরা সৌদি আরব যাবে। তবে বেসরকারি জনশক্তি রপ্তানিকারকরাও এতে সম্পৃক্ত থাকবে।
মন্ত্রী জানান একজন শ্রমিকের সৌদি আরব যেতে পনের বা বিশ হাজার টাকার বেশি খরচ হবেনা এবং সেটি বহন করবে সংশ্লিষ্ট কোম্পানি।
তিনি আরও জানান অন্তত দশটি ক্যাটগরিতে প্রতি মাসে ১০ হাজার বাংলাদেশী শ্রমিক সৌদি আরবে কাজের সুযোগ পাবে।
তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকরা সৌদিতে গিয়ে প্রতি মাসে বারশ থেকে পনেরশ সৌদি রিয়েল বেতন পাবেন।
সূত্র- বিবিসি বাংলা নিউজ।